
ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি হাজারের বেশি শেয়ার হয়ে গেছে এবং ৫৭ হাজারের
বেশি মানুষ এটি দেখেছেন। মোট কথা এটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
খাগড়াছড়ির রামগড় উপজেলার বালিপাড়া এলাকার বাসিন্দা সুমন হোসেনের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ছবি ও দুইটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক একটি দোকানের বাইরে বেশ কিছুক্ষণ একটি ষ্টীলের তৈরি বসার টুল রেখে দিয়েছেন। তারপর একটি ডিম
ভেঙে তার উপর দিয়ে দেন। দেখা যায়, ডিমটি কোনো প্রকার আগুনের সাহায্য ছাড়াই শুধুমাত্র সূর্যের তাপে পোচ হয়ে যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…..https://www.facebook.com/md.sumanhossen.1/videos/1830583543781546/?t=0
Leave a Reply